দুই মাস বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় মেসি

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৪

আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুম। মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরে যাবেন লিওনেল মেসি। প্রায় দুই মাস বিরতির পর সেখানে মাঠে নামবেন মেসি।

প্রাক্‌-মৌসুম পর্বের প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।  

ইন্টার মায়ামি, আল হিলাল আল নাসর ক্লাব নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। এ টুর্নামেন্টে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি।

রিয়াদ সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন মেসি। যেখানে লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর