নওগাঁয় রাস্তার পাশে থেকে লাশ উদ্ধার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৪

নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকায় রাস্তার পাশে লাশটি উদ্ধার করা হয়।

আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা বাজার এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় জানা যায়।

ওসি আরো জানান- তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মহাদেবপুর থেকে কখন এবং কিভাবে তিনি পত্নীতলায় এলেন এবং সড়কের পাশে তার মরদেহ পাওয়া গেলো- সে বিষয়ে পরিবারের লোকজনদের সাথে কথা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে   


মন্তব্য
জেলার খবর