পৌষের একেবারে শেষদিকে এসে পাবনার আটঘরিয়ায় শীত জেঁকে বসেছে। প্রচন্ড শীতে এ জনপদের মানুষ কাহিল হয়ে পড়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিনভর সূর্যের আলো দেখা যায়নি। তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী আবহাওয়া অফিস।
হিম বাতাস আর কুয়াশার দাপটে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জীবনযাত্রা। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী গরিব মানুষ। নিম্নবিত্ত মানুষগুলো শীতবস্ত্রের অভাবে ফুটপাতের দোকানগুলোতে সাধ্যমত কিনছেন গরম কাপড়। এ বছর এমনিতে গরম কাপড়ের দাম বেশি, তারপরেও হঠাৎ শীত বেশি অনুভূত হওয়ায় দাম আরও বেড়ে গেছে। শীতজনিত রোগে দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়স্কদের।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পূর্বকোণ থেকে ৩ নটিক্যাল গতিতে বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে