গোটা দেশেই শীত জেঁকে বসেছে। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে দিনভর সূর্যের দেখা মেলেনি। হিম বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে মানুষ। শনিবারও (১৩ জানুয়ারি) ঠান্ডার এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার (১২ জানুয়ারি) এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে চুয়াডাঙ্গায় ও কিশোরগঞ্জের নিকলীতে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পাবে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তাছাড়া আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে