দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়ে একক দল হিসেবে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিএনপিসহ তাদের মিত্র দলগুলোর ভোট বর্জনের মধ্যে হওয়া নির্বাচনের চারদিনের মাথায় পথচলা শুরু করছে নতুন সরকার। সামনে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এ সরকারকে। এ চ্যালেঞ্জগুলোর কথা জানিয়েছেন খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন- রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক- এ তিন চ্যালেঞ্জ সরকারকে মোকাবিলা করতে হবে। এ তিন খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা, তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। শুক্রবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এ সংকট অতিক্রম করে দেশে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি আমরা। এটা শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের কারণে সম্ভব হয়েছে। তিনি সংকটে রূপান্তরের রূপকের ভূমিকা পালন করেছেন। এ কারণেই আমরা সাহস রাখি, আশা রাখি।
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এ সরকারের লক্ষ্য। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশে, বলেন ওবায়দুল কাদের। তিনি আরও জানান, আওয়ামী লীগের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কণ্টকাকীর্ণই ছিল। কাজেই এ পথ আমরা অতিক্রম করি, বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বাধীনতা অর্জন করেছি। এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
বিডি২৪অনলাইন/এন/এমকে