জন্মদিনের পার্টিতে মাতলেন আলিয়া!

২০ মার্চ ২০২১

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট জমকালো আয়োজনেই জন্মদিন উদযাপন করেছেন। গত ১৫ মার্চ ছিল আলিয়ার জন্মদিন। এ উপলক্ষ্যে নামকরা চিত্রনির্মাতা করণ জোহর তার বাসায় এক পার্টির আয়োজন করেন। 

এ রাতে অনেক বলিউড তারকা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আলিয়া তার জন্মদিনের রাতে একটি কালো রঙের খাটো ফ্রকে সবার নজর কেড়েছিলেন। জন্মদিনের রাতে কালো যে মিনি ফ্রকে উষ্ণতা ছড়িয়েছিলেন আলিয়া, তার দাম দুই লাখ টাকার বেশি।


মন্তব্য
জেলার খবর