মন্তব্য
সাতক্ষীরার পল্লীতে পর্নগ্রাফি মামলায় মারুফ হোসেন বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর বাবা তার বিরুদ্ধে মামলা করেন।
মারুফ হোসেন বাপ্পী সদর উপজেলার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে থেকে বাপ্পী শহরের নারকেলতলা এলাকার ভুক্তভোগী ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে তাকে আটক করা হয়। এরপরে তার মোবাইল ফোনে বিভিন্ন নারীর অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে ভুক্তভোগীর বাবা তার বিরুদ্ধে পর্ণগ্রাফি মামলাটি করেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে