দেশে দ্রব্যমূল্য নিয়ে বেকায়দায় রয়েছেন সাধারণ মানুষ। বাজার ঊর্ধ্বমুখীর কারণে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না মেলায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় নতুন বছরের শুরুতেই, আর দায়িত্ব গ্রহণের পরেই বাজারের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে চাইছে নতুন সরকার, বিশেষ করে আসন্ন রমজান মাসে মানুষ যাতে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তিতে থাকতে পারে সেটা নিশ্চিত করতে চায়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেশিরভাগ সময় দেখা যায় কৃত্রিম সঙ্কট ও মজুতদারদের কারসারজিতে দাম বেড়ে যায় খুচরা বাজারে। এ জায়গাটাও ভেঙে দিতে চাচ্ছে সরকার। এ জন্য নিয়মিত মজুতবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও মজুতবিরোধী অভিযান পরিচালনার বিষয়ে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয় বলেও জানান তিনি। সচিব জানান, রমজানের সময় বিশেষ করে বড় মজুতদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুত করতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন- সাধারণ মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, এ জন্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নেতৃত্বাধীণ নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দুই দিনের সফরে গোপালগঞ্জে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। নিজ নির্বাচনি এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এন/এমকে