গেল অক্টোবরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় বাম হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন তারকা ফুটবলার ব্রাজিলের নেইমার। এ কারণে স্ত্রোপচার করালেও এপ্রিলের আগে তার ফেরার কোন সম্ভাবনা নেই।
এ অবস্থায় তারকা স্ট্রাইকারকে ছাড়াই ব্রাজিল দলকে মানিয়ে নেওয়া শিখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের নতুন কোচ দোরিভাল।
নেইমারকে বদলী বেঞ্চে রাখায় ২০১০ সালে সান্তোসের চাকরি হারাতে হয়েছিল দোরিভালকে। অন্তর্র্বতীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে সম্প্রতি বাদ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার জায়গায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দোরিভাল।
নেইমার প্রসঙ্গে দোরিভালের কথা হচ্ছে- নেইমার ইনজুরিতে রয়েছে। তাই তাকে ছাড়াই আমাদের এগিয়ে যেতে হবে। নেইমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তাকে পুরোপুরি ফিট হয়েই দলে ফিরতে হবে।
বিশ্বের তিনজন সেরা খেলোয়াড়ের মধ্যে নেইমার একজন, এতে কোন সন্দেহ নেই বলেও মনে করেন এ কোচ। জাতান এ কারণে জাতীয় দলের কথা উঠলেই তার নামটা চলে আসে।
দোরিভাল আরও বলেন, “আমার সাথে নেইমারের কোন সমস্যা নেই। সান্তোসে যা হয়েছিল তা প্রত্যাশার বাইরে, অপ্রয়োজনীয় একটি ঘটনা ছিল। সান্তোস বোর্ড আমাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছি। সব মিলিয়ে ফুটবলে এমন হতেই পারে, এটাই স্বাভাবিক।
বিডি২৪অনলাইন/এস/এমকে