‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৪

সম্প্রতি ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সেনারা। এদিকে ইয়েমেনে হামলা চালিয়েমারাত্মক ভুলকরেছে ওয়াশিংটন, এমনটাই  মনে করছেন ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি। তার মতে হামলামার্কিন কূটনীতির ব্যর্থতা

সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়ার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন খুরি। নাবিল খুরি মনে করেন, এ হামলার মধ্য দিয়ে বাইডেন প্রশাসন কার্যকরভাবেসরাসরি গাজা যুদ্ধেজড়িয়ে পড়লো। এখান থেকে যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়তে পারে। হুথিদের থামানোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যেতো বলেও মনে হয় তার।

সাবেক মার্কিন কূটনীতিক জানান, আমেরিকা ব্রিটেন ভেবেছে- হামলা চালিয়ে হুথিদের দমিয়ে রাখা যাবে। কিন্তু আদতে এখান থেকে বড় আকারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই মনে করছেন তিনি।

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হুথি নেতারা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী ইসরাইলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো হামলা চলতে থাকবে।

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর