সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এককলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুই আরোহী। রোববার (১৪জানুয়ারি) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের জৈনেক মোহনলাল ডাক্তারের হোমিওপাতিক ফার্মেসিতে কাজ করতেন তিনি। আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। তাদের সাতক্ষীরা সিভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ভৈরবনগর এলাকায় একটি বাইসাইকেল রাস্তা পার হওয়ার সময় বাইসাইকেলটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় অভি। স্থানীয়রা আহতদের সাতক্ষীরার দিকে পাঠায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে
কিশোর কুমার,সাতক্ষীরা