তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৪

আগামী দুই রাতে তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে। সোমাবার (১৫ জানুয়ারি) থেকে হয়তো কুয়াশার দাপট কমতে শুরু করতে পারে। পৌষের শেষে তীব্র শীতে দেশের মানুষের অবস্থা যখন জবুথবু, তখন এ খবর জানা গেল আবহাওয়া সংশ্লিষ্টদের কাছে থেকে।

এদিকে আগের দুদিনের মতো রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেশিরভাগ সময়  সূর্যের দেখা পাওয়া যায়নি। দুদিন ধরে ঢাকায় রোদের দেখা মিলেনি।  তাপমাত্রা যে খুব বেশি কমছে তা কিন্ত নয়, কিন্ত ঘন কুয়াশা থাকায় আর রোদ না থাকায় দিন রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।

রোববার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে দিনাজপুরে, ৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর