দেশে সড়ক ও যানবাহন চলাচলে পুরোপুরি শৃঙ্খলা এখনো অর্জিত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আশা প্রকাশ করে বলেছেন, এ যাত্রায় আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারব।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে সড়কমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে একটা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। এটা আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ- সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও কঠিন। তবে জীবনের কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য না। সব চ্যালেঞ্জই আমরা অতিক্রম করতে পারি বরে মন্তব্য করেন সড়কমন্ত্রী।
উদাহরণ টেনে সড়কমন্ত্রী বলেন, যখন পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করা হয়, তার আগে কেউ ভাবেনি পদ্মাসেতু হবে। পদ্মাসেতু নির্মাণ কাজে বিশ্বব্যাংক ছিল না, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করেছি আমরা।
বিডি২৪অনলাইন/এন/এমকে