দেশ রেমিট্যান্সের আসার গতি নতুন বছরের শুরুতে বাড়ছে। চলতি জানুয়ারির প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ১২ দিনে আসা রেমিট্যান্সকে দেশীয় মুদ্রায় ((প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে) বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৭৫ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, পরিমাণে ৮২ কোটি ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এ ১২ দিনে।
গত ডিসেম্বরে ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। তার আগের বছরের ডিসেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় ২৯ কোটি ডলার বেড়েছে রেমিট্যান্স। গত বছরে দেশে রেমিট্যান্স আসে ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার। তার আগের বছরে এসেছিল ২ হাজার ১২৯ কোটি। সে হিসাবে গত বছরে ৬৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি রেমিট্যান্স আসে দেশে। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে মোট ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। তার আগের অর্থবছরে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। আর চলতি (২০২৩-২৪) অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছে এক হাজার ৪০ কোটি মার্কিন ডলার।
বিডি২৪অনলাইন/ই/এমকে