মন্তব্য
অবৈধভাবে ক্ষমতা দখলের পর প্রথম আন্তর্জাতিক কোনও সম্মেলনে অংশ নিলেন মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইং। বৃহস্পতিবার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সেনা প্রধান। তবে ওই সম্মেলনে মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনায় হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।