মন্তব্য
জাতীয় সংসদ
আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন ডেকেছেন।
সোমবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৩০ জানুয়ারি বিকাল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। চলতি বছরের এটা প্রথম অধিবেশন।
বিডি২৪অনলাইন/এন/এমকে