পৌষের শেষের কয়েক দিনের শীতে জবুথবু দেশের জনজীবন। এ অবস্থায় আকাশে মেঘ জমায় মাঘের প্রথম দিন সোমবার (১৫ জানুয়ারি) তাপমাত্রা খানিকটা বেড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির পরে আকাশ পরিস্কার হলে তাপমাত্রা আরও কমতে পারে। মাঘের মাঝামাঝিতে, জানুয়ারির শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সোমবার (১৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এমন কথা জানানো হয়েছে।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোসহ দক্ষিণপশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, যশোর এলাকাতেও তাপমাত্রা ক্রমশই কমেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দিনাজপুরে। সোমবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলয়িাস রেকর্ড হলেও, সোমবার সকালে বিরাজ করেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে