দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুরু হচ্ছে ‘অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৪

নিত্যপণ্য- ফাইল ছবি

নতুন সরকার ক্ষমতায় আসার পর অস্থির হয়ে উঠছে চালের বাজার, দাম বেড়েছে কেজিতে ৫-৮ টাকা পর্যন্ত। বাজারে দাম বেড়েছে প্রায় সব সবজির, মাছ মাংসের দামও বাড়তি। এদিকে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, দ্রব্যমূল্যের বিষয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে মাঠে কার্যক্রম দেখা যাবে।

সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল, সবজি, মাছ-মাংসের দামও বাড়তি। কিন্তু প্রশাসনের দৃশ্যমান অ্যাকশন নেই- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, কাল (মঙ্গলবার) থেকে এ বিষয়ে নিশ্চয়ই কার্যক্রম দেখবেন।

মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মুদ্রাস্ফীতি। পণ্যের দাম বেশি। অথচ খাদ্যপণ্যের অভাব নেই। যারা কারসাজি করে, তাদের দিকে দৃষ্টি দিতে হবে। সামনে রমজান মাস। খাদ্যপণ্য আমদানি করে সীমিত কয়েকটি গ্রুপ। তারা এখানে সব সময় একটা খেলা খেলতে চায়। সেই ক্ষেত্রে এখন থেকে একটু প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রমজান মাসে যে পণ্যগুলো বেশি লাগে, সেগুলোর মূল্য যেন ঠিক থাকে; বাজারে যেন সেগুলো পাওয়া যায়, সরবরাহ ঠিক থাকে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। খাদ্যপণ্যের দাম বাড়লে কৃষক খুশি হলেও ভোক্তারা দুঃখ পায়, তাদের উপরে চাপ পড়ে। এটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে, সামঞ্জস্যপূর্ণ করতে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর