বিপিএলের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৪

১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে এ টুর্নামেন্টের টিকিট বিক্রি।  ঢাকার প্রথম পর্বে মাঠে বসে খেলা দেখতে দর্শকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামের জায়গা ভেদে টিকিটের মূল্য সবনিম্ন ২০০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নম্বর গেটের পাশের কাউন্টার থেকে আগাম টিকিট সংগ্রহ করা যাবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিনও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

ঢাকা ভেন্যুতে গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার৫০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর