সংস্কারাধীন এলএনজি টার্মিনাল দু’একদিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। ফলে গ্যাস সরবরাহে আরও ৪০০ এমএমসিএফ যোগ হচ্ছে। এতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিদ্যমান গ্যাস সংকট কাটতে শুরু করবে। মার্চ থেকে নিরবিচ্ছিন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। নসরুল হামিদ আরও বলেন, বেশ কিছুদিন ধরে গ্যাসের চাপ কম রয়েছে। এর কারণ এখন শীতকাল। আশা করছি, দুই এক দিনের মধ্যে বন্ধ থাকা টার্মিনাল চালু হয়ে যাবে। সরকারের টার্গেট আগামী মার্চ থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ দেওয়া। কারণ সামনে রোজা।
প্রতিমন্ত্রী জানান, দিনক্ষণ ঠিক না করে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিজস্ব উৎস থেকে গ্যাসের সন্ধান ও উত্তোলন করা। আগামী বছরের মধ্যে অন্তত ৪০ কূপ খনন শেষ করা। সামনের বছরের মধ্যে ৫০০ এমএফসিএফ গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা করা যাচ্ছে। ২০২৭ সালে গ্যাসের চাহিদা ৬ হাজার কোটি ঘনফুটে পৌঁছাবে। এসব পদক্ষেপের কারণে চাহিদা পূরণ করা যাবে বলেও মনে করেন তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে