সাতক্ষীরায় দুর্নীতি ও অপশাসন শীঘ্রই বন্ধ হবে

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরায় যে কয়টি প্রতিষ্ঠান সংস্থায় এতোদিন দুর্নীতি অপশাসন চলেছে, সেটা শীঘ্রই বন্ধ করা হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাতক্ষীরা -  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর