সাতক্ষীরায় যে কয়টি প্রতিষ্ঠান ও সংস্থায় এতোদিন দুর্নীতি ও অপশাসন চলেছে, সেটা শীঘ্রই বন্ধ করা হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাতক্ষীরা -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে