পঞ্চগড়ের বোদায় চুরি হওয়া তিনটি গরুসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে গরু তিনটি উদ্ধারসহ তাকে আটক করা হয়।
সাইফুল ইসলাম একই এলাকার রমিজুল ইসলামের ছেলে। সে চোর চক্রের একজন সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়িতে চুরি যাওয়া একটি লাল রংয়ের গাই গরু, একটি লাল বাছুর এবং একটি সাদা-কালো রংয়ের গাই গরু পাওয়া যায়।
এর আগে বোদা উপজেলার আটিয়াগ্রাম এলাকার নিত্যানন্দ কুমার বর্মন গত ১২ জানুয়ারি অজ্ঞাতনামা আসামী দেখিয়ে থানায় একটি চুরির মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে গোয়াল ঘরের ভেতর তিনটা গরু ও একটি ছাগল রেখে দরজা তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন তিনিসহ তার পরিবারের সদস্যরা। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হয়ে দেখতে পান, তার গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে একটি গরুও নেই।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক বলেন, চুরির সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টাসহ চুরি করা অপর গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে