র‌্যাবের গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৬ জানুয়ারী ২০২৪

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত রইছ শেখ নামের এক বৃদ্ধ দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর মারা গেছেন। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৭টার পরে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। র‌্যাবের একটি গাড়ি তাকে ধাক্কা দেয় বলে জানিয়েছেন এলাকাবাসী।  

 

রইছ রতনপুর গ্রামেরই বাসিন্দা। স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়, মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানায় এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পরে তাকে চাটমোহর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু মেডিকেলে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

রইছ শেখকে বহনকারী অ্যাম্বুলেন্সের চালকের ভাষ্য, রাজশাহী মেডিকেলে পৌছানোর মিনিট দশেক আগে নওদাপাড়া এলাকায় তিনি মারা যান। আমরা মেডিকেলে পৌছেছিলাম দশটায়। সেখানকার ডাক্তার জানান, রোগী মারা গেছেন। তিনি বলছিলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যাওয়ার বিষয়টি টের পাইনি।

 

চাটমোহর থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) সেলিম রেজা জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।


বিডি২৪অনলাইন/সি/এমকে




মন্তব্য
জেলার খবর