বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় যোগ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কবে হচ্ছে, জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপি আসবে কিনা- এমন নানা প্রশ্ন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। প্রার্থী কে কে হতে পারেন, জয়ের সম্ভাবনা কার বেশি- এসব বিষয় আলোচনায় আসছে স্থানীয় পর্যায়ে। এ অবস্থায় রোজা শুরুর আগে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে সাংবাদিকদের তথ্য জানান অশোক কুমার। বলেন, নির্বাচনযোগ উপজেলার তালিকা পেয়েছে ইসি। নির্বাচনের বিষয়ে কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। উপজেলা পরিষদ নির্বাচনযোগ্য হয়েছে ৪৮৫টি, এ রকম তালিকা পাওয়া গেছে বলে জানান তিনি।
ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও বলেন- নির্বাচনের বিষয়ে এসএসসি পরীক্ষা, রোজাসহ সব কিছু বিবেচনা করা হবে। রোজার মাসে দেশে নির্বাচন কম হওয়ার প্রচলন আছে। সে ক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন রোজার আগে হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ঈদের পরে।
ওদিকে নির্বাচন কমিশনের অসমর্থিত সূত্রে জানান গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন উপযোগী ৪৯৫টি উপজেলার তালিকা ইসিতে পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ৫ম উপজেলা পরিষদের নির্বাচন, নির্বাচিতদের শপথ গ্রহণ ও পরিষদের ১ম সভার তারিখসহ অন্যান্য তথ্যাদি চাওয়ার পরে এ তালিকা পাঠানো হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এসব তথ্যাদি ইসি থেকে জানতে চাওয়া হয় বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে