চাটমোহরে মেম্বরসহ দু’জনকে জরিমানা করলেন এসিল্যান্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৬ জানুয়ারী ২০২৪

 

পাবনার চাটমোহরে দুই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ করায় এক ইউপি সদস্যসহ দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রচলিত মোবাইল কোর্ট আইন প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন। এ জরিমানার বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) তার ফেসবুক আইডিতে একটা পোস্টও দিয়েছেন।

 

জরিমানা করা দুই ব্যক্তি হলেন- হান্ডিয়াল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর আওয়ামী লীগের স্থানীয় নেতা রিপন হোসেন ও একই ইউনিয়নের বেলঘরিয়ার গ্রামের বাসিন্দা আজিজুল হক। এদের মধ্যে রিপন হোসেনকে ৫০ হাজার টাকা ও আজিজুল হককে ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারি কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।   

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর