পাবনার চাটমোহরে দুই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ করায় এক ইউপি সদস্যসহ দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রচলিত মোবাইল কোর্ট আইন প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন। এ জরিমানার বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) তার ফেসবুক আইডিতে একটা পোস্টও দিয়েছেন।
জরিমানা করা দুই ব্যক্তি হলেন- হান্ডিয়াল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর ও আওয়ামী লীগের স্থানীয় নেতা রিপন হোসেন ও একই ইউনিয়নের বেলঘরিয়ার গ্রামের বাসিন্দা আজিজুল হক। এদের মধ্যে রিপন হোসেনকে ৫০ হাজার টাকা ও আজিজুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার কার্যালয় সুত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে