ছাড় দেওয়ার কোনো উপায় নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৪

যারা হাজার-হাজার মণ ধান আড়তদারির নাম করে বিনা লাইসেন্সে স্টক করছে, তাদের ছাড় দেওয়ার কোনো উপায় নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজারদর নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেছেন, প্রয়োজনে সরকারিভাবে আমদানি করব। দরকার হলে ওএমএস থানায় থানায় ছেড়ে দেবো। কিন্তু বাজার বাড়তে দেওয়া যাবে না।

বুধবার (১৭ জানুয়ারি) ধান-চালের বাজার ঊর্ধ্বগতি রোধ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়।

অবৈধ আড়তদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, আপনি মিল মালিক হয়েও যদি আপনার কাছে ধান মজুত থাকে, তাহলে আপনাকেও ছাড় দেওয়ার কোনো উপায় নেই। আমার বাবা হলেও উপায় নেই।

মন্ত্রী জানান, ইকোনমিক্স থিওরি অনুযায়ী যখন চাহিদা বেশি হয়, তখন দাম বাড়ে। আবার সরবরাহ কমে গেলে দাম বাড়ে। মুহূর্তে সরবরাহ কমের কোনো অবস্থা দেখছি না। প্রচুর ধান আছে। সরবরাহ যাতে না কমে তার জন্য ট্যাক্স ফ্রি করে দিয়ে আমদানির চেষ্টা করছি।

সভায উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- একদিকে অভিযান, আরেকদিকে আপনাদের বিবেক, আরেকদিকে আমাদের আমদানি পদ্ধতি, প্রয়োজনে সরকারিভাবে আমদানি করব। বাজার বাড়তে দেওয়া যাবে না। বিষয়ে একমত হলে হাত উঠান।  সময় ব্যবসায়ীরা হাত উঠিয়ে বলেন, ‘একমত। পর্যায়ে মন্ত্রী বলেন, তাহলে কাল থেকে বাজার স্বাভাবিক হয়ে আসবে? আমি কিন্তু আবার নতুন করে যাত্রা শুরু করলাম।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর