দেশের বাজারে সব ধরণের সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে এক হাজার ৪০০ টাকা। সোনার দাম দেশের বাজারে এর আগে কখনো এতোটা বাড়েনি। নতুন দর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস ।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ১৬৬ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯৩৩ টাকা দাম বেড়েছে ভরিপ্রতি। ২২ ক্যারেট এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ২৯ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি সোনার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে