পাটকেলঘাটায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়াররম্যানের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার স্থানীয় সাংবাদিকদেরসঙ্গে বিনিময় করেছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে  এ মতবিনিময় সভা হয়।

সভায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন ঘোষ সনৎ কুমার। বলেন, বিগত নির্বাচনে আমি আপনাদের সবার সহযোগিতার জয়লাভ করে তিন বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারো নির্বাচন করার  ইচ্ছা আছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিলে আমি নির্বাচন করবো। তিনি আমাকে দলীয় মনোনয়ন না দিলে যাকে নৌকা দেবেন, তার পক্ষে কাজ করবো। এ বিষয়ে তিনি সাবর সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর