দ্বাদশ সংসদ নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে আওয়ামী লীগ নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এমন আসন ২৪১টি।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ধানমন্ডির মাইডাস সেন্টারেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিংশীর্ষক নিজেদের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

টিআইবির প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন অধিকাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। অন্য প্রার্থীদের এজেন্টদের হুমকি দিয়ে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। স্বল্প ভোটার আগমন ছিল। ডামি লাইন তৈরি, বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর