হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে : মিলা

২০ মার্চ ২০২১

জীবনে প্রথমবারের মতো ছিনতাইকারীর কবলে পড়েছেন সংগীতশিল্পী মিলা। বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যামে ছিনতাইয়ের শিকার হন বলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।

মিলার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘লাইফ এ প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম !! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’


মন্তব্য
জেলার খবর