ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহ- (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনকে ঈশ্বরগঞ্জ গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি)  বিকালে ঈশ্বরগঞ্জ পৌরসভার পাট বাজার প্রাঙ্গণে  উপজেলাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

গণসংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন, ঈশ্বরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভুইয়া, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

 

বিডি২৪অনলাইন/হুমায়ুন কবির/সি/এমকে


মন্তব্য
জেলার খবর