ব্যবসায়ীদের ৪ দিনের আল্টিমেটাম দিলেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৪

সরবরাহ ঠিকঠাক থাকলেও দেশের বাজারে চালের বাজার ঊর্ধ্বমূখী। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে মানভেদে চালের দাম কেজিতে ৫-৭টাকা বেড়েছে। এ অবস্থায় চালের দাম কমিয়ে আনতে ব্যবসায়ীদের চারদিনের আল্টিমেটাম দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, এ সময়ের মধ্যে দাম না কমালে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় খাদ্য অধিদফতরে চালকল মালিক, পাইকারি খুচরা ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিদের নিয়ে সভা করেন খাদ্যমন্ত্রী। সেই সভায় এ সময় বেধে দেন মন্ত্রী।

চাল ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, চারদিনের মধ্যে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে চালের দাম টাকা বাড়িয়েছেন। এখন আগামী চারদিনের মধ্যে সেভাবেই দাম কমিয়ে আনবেন। দামবৃদ্ধি পুরোটাই অযৌক্তিক। দাম বৃদ্ধির কোনো কারণ নেই, আমনের ভরা মৌসুমে।

দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীদের যুক্তি কানে তোলেননি খাদ্যমন্ত্রী। বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা দেখানো যুক্তি আমরা মানতে পারছি না। সরকার গঠনের সময় হঠাৎ করেই তারা অস্বাভাবিকভাবে চালের দাম বাড়িয়েছে। তাদের অনৈতিক কাজ মেনে নেওয়া উচিত নয়।

অসাধু ব্যবসায়ীরা চাল মজুত করছে উল্লেখ করে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিনা লাইসেন্সে এখন যারা ধান-চাল মজুত করেছেন, তাদের ধরা হবে। ইতোমধ্যে সে কার্যক্রম শুরু হয়েছে। মজুতদার আমার বাবা হলেও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

ব্যবসায়ীদের ‍মুনাফার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ীদের শুধু মুনাফার প্রবণতা। বিবেক, সততা না থাকলে সেটা বড় সমস্যা। চারদিনে ছয় টাকা দাম বাড়ানো কোনোভাবেই হয় না। এটা লোভে পরিণত হয়েছে। সভায় ব্যবসায়ীরা খাদ্যমন্ত্রীকে চারদিনের মধ্যে দাম কমানোর প্রতিশ্রুতি দেন। এ সময় মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি যেন ঠিক থাকে।

দেশে ফুডগ্রেড লাইসেন্স ছাড়া যেন কেউ ব্যবসা না করতে পারে, সব মজুতদারের অবৈধ মজুত ধরে সরকারি গোডাউনে নিয়ে আসতে এবং অবৈধ মজুত হলে সেই মিল বা গুদাম সিলগালা করে দিতে খাদ্য বিভাগ জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দেন এ সময় মন্ত্রী। চালের বাজারদর নিয়ন্ত্রণে দরকার হলে সরকারিভাবে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর