পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক (৬৫) মারা গেছেন। বুধবার (১৭ জানুয়ারি) রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এর আগে ১২ ডিসেম্বর সন্ধার দিকে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দশমাইল নামক এলাকায় একটি ইজিবাইকের ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

পঞ্চগড় জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর