লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু উর্মিলা শ্রাবন্তী করের। এরপর একে একে অসংখ্য নাটক, টেলিফিল্মে কাজ করে ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেন অভিনেত্রী। মিউজিক ভিডিওর মডেলও তাকে দেখা গেছে। এবার থম ওয়েব ফিল্মে কাজ করছেন উর্মিলা।
মুনহানা বৃত্তার রচনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন আলোক হাসান। ‘ত্রিভুজ’নামের এ ফিল্মে আইনজীবী চরিত্রে দেখা যাবে উর্মিলাকে। ইতোমধ্যেই রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে এ ওয়েব ফিল্মের। টানা ৮ দিনে দৃশ্যায়ন শেষে শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে ‘ত্রিভুজ’।
গণমাধ্যমের খবর অনুযায়ী, উর্মিলার কাছে এ ওয়েব ফিল্মের গল্পটা দারুণ মনে হয়েছে। তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথম ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। ফিল্মের পুরো স্ক্রিপ্ট পড়েছি। স্ক্রিপ্টে আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। এ কারণেই কাজটি করছি।
উচ্চ, মধ্য, নিম্নবিত্ত- এ তিন শ্রেণির মানুষের জীবনচিত্র ফুটিয়ে তোলো হবে এ ওয়েব সিরিজে। এ তিন শ্রেণীর প্রতিনিধি হিসেবে তিনটি কাপলের গল্প দেখা যাবে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে তারা সবাই মুখোমুখি হবে। নেমে আসবে সম্পর্কের জটিলতা। এখানে নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক ক্রাইসিসের চিত্র দেখতে পাবেন দর্শক। ফিল্মটিতে আরও অভিনয় করছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিণ খান, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ।
বিডি২৪অনলাইন/এস/এমকে