নির্বাচন বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৪

দেশে কোনো নির্বাচনই বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, যে নির্বাচন নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি, সেটাও কিন্তু বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি। নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।

সিইসি বলেন, সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয় না। তবে অপবাদ, বদনাম দুটোই নিতে হবে। তিনি জানান, নির্বাচন একটি বড় দল কেবল শুধু বর্জন করেনি, তারা সেটা প্রতিহতও করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে পারায় স্বস্তিবোধ করছে জাতি। নির্বাচনের মাধ্যমে উদ্বেগ-সংকট থেকে জাতি উঠে এসেছে। রাজনীতিবিদদের আস্থা না থাকলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না বলেও মনে করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর