সোনার দাম বাড়ানোর পরদিন কমানোর ঘোষণা দিল বাজুস

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৪

বুধবার (১৭ জানুয়ারি) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা  দিয়েছিল সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঘোষণা অনুযায়ী দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ দাম দাঁড়ায় সোনার। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর করার কথা বলা হয় এদিন। এদিকে বৃহস্পতিবার এসে আবার সোনার দাম ঘোষণা দিয়েছে তারা।  

ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে তারা।

নতুন ঘোষণা অনুযায়ী, সোনার ভরি ২২ ক্যারেট লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেটের ক্ষেত্রে হাজার ৬৩৩ টাকা কমিয়ে লাখ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের বেলায় হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা রয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর