মন্তব্য
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নবনির্বাচিত এমপি আইনজীবী ওমর ফারুক সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন- মাদ্রাসা সুপার মোস্তাক আহম্মদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের পিন্টু ও এমপির কর্মী জায়দুল ইসলাম জনি প্রমুখ। এর আগে ওমর ফারুক সুমন মাদ্রাসা প্রাঙ্গনে পৌঁছালে মাদ্রাসা ও গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণসহ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে