সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভূমিহীন অধ্যুষিত জনপদ ঢেপুখালিতে গুলি বর্ষণ ও বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে এ ঘটনায় মুহুর্তেই আতংক ছড়িয়ে পড়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে। এ সময় হামলায় জড়িত ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সালেহা খাতুন, ছফেদ আলী সরদারসহ অনেকে জানান, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালামতুল্যাহ গাজি, কাজলা ইন্দ্রনগরের রহিম পাড় ও করিম পাড়, নাংলা গ্রামের হারুন বিশ্বাস এবং দেবীশহর গ্রামের কিংকর স্বর্ণকারের মালিকানাধীন নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজার ৪৬১৭ দাগে প্রায় ১৪০ বিঘা জমি ১৯৯৭ সালে পাওয়ারনামা স্বত্ত্বে কিনে তাতে বসতি গড়ে তোলেন অর্ধশতাধিক ভূমিহীন পরিবার। এক পর্যায়ে জমি খাস খতিয়ানে অর্ন্তভূক্ত হলে আইনি প্রতিকারের জন্য সরকারের সাথে মামলায় জড়ান মালিকপক্ষ।
সাম্প্রতিক সেখান থেকে ভূমিহীনদের হটিয়ে জায়গা দখলের হুমকি দিয়ে আসছেন কালাবাড়িয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন ও তার স্ত্রী তানিয়া বেগম। এনিয়ে গেল কয়েক মাস ধরে ওই জনপদে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে রুহুল আমিন, তার স্ত্রী তানিয়া বেগম ও ছেলে তানভীরসহ ৩০/৪০ জন ভূমিহীন জনপদে হামলা চালায়। এক পর্যায়ে তারা গুলিবর্ষণ ও কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটায় সেখানে। এ সময় ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চান ভূমিহীনরা। পুলিশ পৌঁছানোর আগেই এলাকাবাসী জোট বেধে চারদিক থেকে হামলায় জড়িত ১০/১২ জনকে আটক করেন।
দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ বলেন, জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে । ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি পাইপগান সাদৃশ্য অস্ত্রসহ বেশ কিছু ধারালো রাম দা, কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে