৩৩৩ নম্বরে ফোন দিয়ে জানা যাবে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৪

 

দেশের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও সহনশীল রাখতে তথ্যপ্রযুক্তির সাহায্য নিতে যাচ্ছে সরকার। এজন্য জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মতো ৩৩৩নম্বর চালু করা হচ্ছে। ৩৩৩ নম্বরে ফোন দিয়ে পণ্যের দাম জানতে পারবেন দেশের মানুষ। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম বেশি নিলে অভিযোগও দিতে পারবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যমূল্য জানতে৩৩৩নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে ব্যাপারে আলোচনা হচ্ছে। এজন্য তারা একটি সেল গঠন করবে বলেও জানান টিটু।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর