মন্তব্য
আবারও নতুন গাড়ি কিনেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার নিজের ফেসবুকে মার্সিডিস বেঞ্জ-সিএলএ২০০ ২০২০ মডেলের সাদা রঙের গাড়িটির সঙ্গে ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ক্যাপশনে লেখেন, ‘ওয়েলকাম হোম বেবি’।
‘মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলের গাড়ির বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ। চারটি গাড়ির মালিক এখন এই নায়িকা।