মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৪

পৌষের শেষ দিক থেকে শীত জেকে বসেছে দেশে। দেশের বিভিন্ন জায়গায় দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।  এ অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম।

সংস্থাটি জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েক দিন থাকতে পারে। দেশের পাঁচ বিভাগের দুএক জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্রবার (১৯ জানুয়ারি) তথ্য জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার বিবৃতিতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।এর বাইরেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। রাতের তাপমাত্রা এক থেকে ডিগ্রি কমতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছৈ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনেও শৈতপ্রবাহ বিরাজ করতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর