অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৪

দক্ষিণ আফ্রিকার মাটিতে শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ আসরে প্রথমবারের মতো শনিবার মাঠে নামছে বাংলাদেশ, ভারতের বিপক্ষে খেলবে তারা। ব্লোয়েমফনটেইনে বাংলাদেশ সময় দুপুর টায় ম্যাচটি শুরু হবে। স্টার স্পোর্টস ১ সরাসরি সম্প্রচার করবে এ ম্যাচ ।

এ আসরে বাংলাদেশ-ভারত দু’দেশই খেলছে গ্রুপ--তে। টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহফুজুর রহমান রাব্বি আর ভারতের নেতৃত্বে রয়েছেন উদয় শাহারান।

সবশেষ খেলায় বাংলাদেশ-ভারতের সাফল্য প্রায় কাছাকাছি রয়েছে। তিন ম্যাচ জিতছে টিম ইন্ডিয়া,  আর দুটিতে দাপুটে জয় পায় টাইগাররা। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতেন জুনিয়র টাইগাররা। টাইগারভক্তদের আশা, ভারতকে হারিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। যদিও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ওদিকে যুবরা আসর নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বলা যায়। কেননা আসর শুরুর একদিন আগে শরীর উষ্ণকরণের ম্যাচে বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর