পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরা সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে শফিকুল ইসলাম নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (২০ জানুয়ারি) সকালে বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শফিকুল ইসলাম দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

সদর উপজেলার আঁগরদাড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল শফিকুল। শনিবার ভোরে দুটি মটরসাইকেল নিয়ে চাঁদবাজি করতে শফিকুল ইসলামসহ ৩-৪ জন তার গ্রামে ঢোকে। এ সময় এলাকাবাসীর  সন্দেহ হলে তাদেরকে ধরে আটকে রাখে। এ সময় শফিকুলের সাথে থাকা বাকিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের হাতে সেপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম নামে একজন ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর