শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৪

সারাদেশে দিন রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের তিন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় বিস্তার লাভ করতে পারে। শনিবার (২০ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কুয়াশা কোথাও কোথাও  দুপুর পর্যন্ত থাকতে পারে। আর নওগাঁ, দিনাজপুর মৌলভীবাজার জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর