সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক বেড়েছে ডালের দাম

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৪

সপ্তাহের ব্যবধানে বাজারে খুচরা দরে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের ডালের দাম। এলসি খুলতে না পারলে আমদানি নির্ভর এ পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যাবসায়ীরা।

বাজারে খুচরায় এক কেজি মসুর ডাল কিনতে ১৩৮-১৪০ টাকা আর মুগ ডাল কিনতে ১৬৮ টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, মূল্যস্ফীতির সময়ে ডাল-ভাত খেয়েও জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

রোববার (২১ জানুয়ারি) ঢাকায় নিউমার্কেট কাঁচাবাজার মার্কেট সংলগ্ন খুচরা দোকানগুলোতে মুগ ডাল ১৬৮ টাকা, বুটের ডাল ১০৮ টাকা, অ্যাংকর ডাল ৭৫ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, ছোলার ডাল ৯৬ টাকা, খেসারির ডাল ১০০ টাকা, ডাবলি ৭২ টাকা মোটা ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিভাবেই বেশি দামের কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, একমাসের ব্যবধানে মসুরে .৮৯ শতাংশ, অ্যাংকর .৪৫ শতাংশ ছোলা .৭৪ শতাংশ দাম বেড়েছে। শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগরীর বাজারগুলোতে মান ভেদে মসুর ডাল ১১০-১৪০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা, অ্যাংকর ৮০ টাকা ছোলা ৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর