করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১৮৯৯

২০ মার্চ ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৯৯ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৬১৮ জন। শুক্রবার (১৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৬৪২ জন।সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৮ ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯৮৭টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯১৭টি। শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৪।মৃতদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৭ জন। হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাকি দু’জন বাড়িতে।এদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে তিন জন, রংপুর ও ময়মনসিংহে একজন করে আছেন ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর