ডলার সংকটের মাঝেই চলতি জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এ ডলাকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায় ১৫ হাজার ৫৫ কোটি টাকা।
প্রতিবেদনের তথ্যমতে, এ ১৯ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ডলার এসেছে, পরিমাণে ১২২ কোটি ৫ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪১ লাখ মার্কিন ডলার এসেছে। গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছিল দেশে।
বিডি২৪অনলাইন/ই/এমকে