১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের সেরা জুটিদের মধ্যে অন্যতম কাজল ও অজয় দেবগণ। সে হিসাবে কয়েক দিন পরই এ দাম্পত্যের ‘রজত জয়ন্তী। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তারা।
চলচ্চিত্র অঙ্গনের ক্ষেত্রে যেখানে হরহামেশাই সংসার ভাঙার খবর চাউর হয়, সেখানে এতো বছর তাদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? এ প্রশ্ন অনেকের মনেই ওঠে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের পর এক ছবির প্রচারে একবার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় অজয়-কাজলকে। তাদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? শুধু ভালবাসা নয়, এ কথা বলতেই পারি— এক কথায় জবাব দেন অজয়।
অজয়ের মতে, যত্ন আর দায়-দায়িত্ব। এগুলো থাকলেই বিয়ে টিকে যায়। একটা সফল সম্পর্কের রহস্য আসলে বোঝাপড়া।
সহজ করে অজয় জানান, দুটো মানুষের মানসিকতা সব সময় এক রকম হয় না। সব বিয়েতেই ওঠা-পড়া থাকে, সেগুলোকে সরিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে ক্ষমা চাইতে হবে। সব থেকে বড় বিষয় ইগোকে পাত্তা দেওয়া যাবে না। সমস্যা থাকবে, সেগুলোকে বসে মিটিয়ে নিতে হবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে