দাম্পত্য জীবনে ইগোকে পাত্তা দেওয়া যাবে না: অজয়

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৪

১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের সেরা জুটিদের মধ্যে অন্যতম কাজল অজয় দেবগণ। সে হিসাবে কয়েক দিন পরই  এ দাম্পত্যেররজত জয়ন্তী। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তারা।

চলচ্চিত্র অঙ্গনের ক্ষেত্রে যেখানে হরহামেশাই সংসার ভাঙার খবর চাউর হয়, সেখানে এতো বছর তাদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? প্রশ্ন অনেকের মনেই ওঠে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের পর এক ছবির প্রচারে একবার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় অজয়-কাজলকে। তাদের দীর্ঘ বিবাহিত জীবনের রহস্য কী? শুধু ভালবাসা নয়, কথা বলতেই পারিএক কথায় জবাব দেন অজয়।

অজয়ের মতে, যত্ন আর দায়-দায়িত্ব। এগুলো থাকলেই বিয়ে টিকে যায়। একটা সফল সম্পর্কের রহস্য আসলে বোঝাপড়া।

সহজ করে অজয় জানান, দুটো মানুষের মানসিকতা সব সময় এক রকম হয় না। সব বিয়েতেই ওঠা-পড়া থাকে, সেগুলোকে সরিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে ক্ষমা চাইতে হবে। সব থেকে বড় বিষয় ইগোকে পাত্তা দেওয়া যাবে না। সমস্যা থাকবে, সেগুলোকে বসে মিটিয়ে নিতে হবে।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর