১৯ ও ২০ জানুয়ারি দুইদিন খেলার পর মাঝে একদিন বিরতি দিয়ে সোমবার (২২ জানুয়ারি) আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। এদিনে প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স।
দুর্দান্ত ঢাকা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায় ।
এদিকে টুর্নামেন্টের প্রথম দিনে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে দুর্দান্ত ঢাকা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসর শুরু করলেও দ্বিতীয় দিনে খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সোমবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে চট্টগ্রাম। আর দুর্দান্ত ঢাকার হবে দ্বিতীয় খেলা। অন্যদিকে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স দুই দলই তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাঠে। ফরচুন বরিশাল এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্সকে হারিয়ে।
বিডি২৪অনলাইন/এস/এমকে