পাবনার
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমকে ‘থাঙ্কস লেটার’ পাঠিয়েছে
নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম,
বলিষ্ঠ নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ নেওয়াসহ সর্বাত্বক সহযোগিতার জন্য তার সহকর্মীদেরসহ
মি. হালিমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে এ চিঠিতে।
১৪ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এ চিঠি দেন ইসির সচিব মো. জাহাংগীর
আলম।
এ নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রেদুয়ানুল হালিম। এদিকে আলাদা চিঠিতে রেদুয়ানুল হালিম ও তার সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। ১১ জানুয়ারি তাঁর দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব মি. হালিম অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করেছেন। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে তাঁর সুচিন্তিত পরিকল্পনা, সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সফলভাবে সম্পন্ন করা গেছে মর্মে প্রতীয়মান হয়েছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রমসহ অপরিসীম অবদান রাখায় রেদুয়ানুল হালিম ও তার সহকর্মীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এদিকে দুটি চিঠিই ইউএনও ফেসবুকে তার আইডিতে প্রকাশ করেছেন। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন নেটপাড়ার বাসিন্দাদের কাছে থেকে।
প্রসঙ্গত, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা- ৩ আসন। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী ছিলেন দু’জন, এদের একজন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মো. মকবলু হোসেন। অপরজন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ মাস্টার, প্রার্থী হওয়ার আগে তিনি চাটমোহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ভোটের ক'দিন আগে স্থানীয় বেশ কিছু সাংবাদিক নিয়ে এক সংবাদ সম্মেলন তিনি সহকারি রিটানিং কর্মকর্তা ও এএসপি (চাটমোহর সার্কেল)-এর বিরুদ্ধে অভিযোগ আনেন। সেই সঙ্গে তাদের প্রত্যাহার দাবি করে করেন। এ সংক্রান্ত খবর স্থানীয় গণমাধ্যমে ঢালাওভাবে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মকবুল হোসেন টানা চারবারের মতো এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিডি২৪অনলাইন/সি/এমকে